একবিংশ শতাব্দীর ঠিক এই সময়ে দাঁড়িয়ে অর্থনীতির একজন শিক্ষার্থীর সবচাইতে বেশি প্রয়োজন স্কিল ডেভেলপমেন্ট সেক্টরগুলোয় অনবদ্য দক্ষতা, বিশেষত 'মাইক্রোসফট এক্সেল' (Microsoft Excel) তো প্রায় সবক্ষেত্রেই আবশ্যিক দক্ষতা হিসেবে বিবেচিত। তাছাড়া, অটোমেশনের এই যুগে অফিস-আদালতের অফিসিয়াল সব কাজের ক্ষেত্রেই লেগেছে প্রযুক্তির ছোঁয়া। আপনি ক্যাডার অফিসার হবার স্বপ্ন দেখুন বা ব্যাংকার হতে চান, মাল্টিন্যাশনাল সেক্টরের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজেকে দেখতে চান, প্রতিটা ক্ষেত্রেই আপনার থাকা চাই কম্পিউটার সম্পর্কিত বেসিক নলেজগুলো।আর সময় বাঁচিয়ে অফিসিয়াল কাজগুলো সুক্ষ্মভাবে সম্পন্ন করতে মাইক্রোসফট এক্সেলর তো এককথায় বিকল্প নেই।
MS EXCEL WORKSHOPS FOR ECONOMICS STUDENTS
তাই, অর্থনীতির গ্রাফের দুনিয়ায় অনেক অসম্ভবের ভীড়ে এই অসম্ভবকে অনেকখানি সহজতর করতে ইকনোমিক্স ক্যারিয়ার অ্যালায়েন্স নিয়ে এসেছে একটি বিশেষ আয়োজন, 'Lets Get Excelled'। এই বিশেষ আয়োজনে আমাদের সাথে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, সানেমের রিসার্চ ইন্টার্ন ও 'বহুব্রীহি অনলাইন-কোর্সেস'-প্লাটফর্ম এর ইনস্ট্রাক্টর ফারহিন ইসলাম।
Economics Career Alliance আয়োজিত "Let's Get Excelled" এর ভিডিও সবার সুবিধার্থে ইতোমধ্যে YouTube এ আপলোড করা হয়েছে। সাথে প্র্যাক্টিস ফাইলও অনায়াসে পেয়ে যাচ্ছেন ভিডিও ডেস্ক্রিপশনে দেয়া গুগল ড্রাইভ লিঙ্কে।
MS Excel এ পারদর্শিতা অর্জন করতে চাইলে Visit করুন আমাদের YouTube চ্যানেলে।শুধুমাত্র নিচের Link এ ক্লিক করেই দেখে নিতে পারেন আপনার প্রয়োজনীয় ভিডিও দুটি।
https://youtube.com/playlist?list=PLKSgeODTxHZug7mFZSqGRr2M0fPaVYiKN